|
---|
সেক আতিউল্লা , নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর: বর্তমানে নন্দীগ্রাম চার পাশ এখন প্রায় জল থৈ থৈ। এর জন্য গরিব সাধারণ মানুষেরা এক বিরাট সমস্যা সম্মুখীন হয়েছে। থালা থেকে গ্লাস কিংবা বাড়িতে পালিত গরু কিংবা হাঁস, সব কিছুই এখন বন্যার জলের স্রোতে তলিয়ে। অনেক চেষ্টা করেও নন্দীগ্রামের মানুষ হার মানলো বন্যার জলের কাছে। বর্তমানে তাদের এখন বাসস্থান পাশাপাশি কোনো স্কুল কিংবা কোনো পাকা বাড়ির ছাদে। এই পরিস্থিতিতে মানুষদের সাহায্যে এগিয়ে আসলো নতুন যুব ছাত্র সমাজের দ্বারা গঠিত ” আশার আলো” নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। তারা তাদের নিজের সাধ্যমতো ও কিছু মানুষের সহযোগিতা সাহায্য করলো বন্যায় প্লাবিত মানুষদের। আজ তারা নন্দীগ্রামের মনুচক, মহম্মদপুর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় গিয়ে তাদের বিভিন্ন খাবার যেমন মুড়ি , বিস্কুট , চানাচুর প্রভৃতি বিতরণ করেন । তারা জানায় এখনো বিভিন্ন গ্রাম এলাকায় কর্মসূচি বাকি রয়েছে ,তাদের এই কর্মসূচি আরো ৩-৪ দিন চলবে।