|
---|
মালদাঃ-ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির কারণে রাজ্যজুড়ে আংশিক লকডাউন চলছে।যার কারণে বন্ধ হোটেল রেস্তোরাঁ। হাসপাতালে রোগীর পরিজনেরা সমস্যার মুখে পড়ছেন। তাই তাদের কথা মাথায় রেখে ১ টাকায় ভরপেট খাবার উদ্যোগ নিয়েছে মালদার চাঁচলের একটি হোয়াটস্যাপ গ্রুপ যুবশক্তি।প্রতিদিন দুপুর ১ টার মধ্যে তারা চাঁচল হাসপাতালে অসহায় রোগীর পরিজনদের হাতে দ্বিপ্রাহরিক আহার তুলে দিচ্ছেন।সোমবার চতুর্থ দিনেও রান্না করা খাবার হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের একটি বটবৃক্ষের নিচে রোগীর পরিজনদের পাতা হাতে লাইনে দাঁড় করিয়ে তাদের পাতে ডাল, ভাত, সোয়াবিনের তরকারি ডিম, পাপড় ভাজা ইত্যাদি পদ পরিবেশন করছেন।মাত্র ১ টাকায় বিনিময়ে খাবার পেয়ে ইতিমধ্যে ভিড় জমাচ্ছেন রোগীর পরিজন থেকে শুরু করে সাধারণ মানুষ। শুধু ডিম ভাত নয়! একেকদিন খাবার তালিকায় থাকছে মাংস ও মাছ। উদ্যোক্তাদের বক্তব্য,সরকার যতদিন লকডাউন করবে ততদিন তারা এইভাবে ১ টাকায় ভরপেট খাওয়া দাওয়ার উদ্যোগ চালিয়ে যাবে। ইতিমধ্যে চাঁচলের রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের প্রশংসা কুড়িয়েছেন এই হোয়াটস্যাপ গ্রুপ যুবশক্তি।