|
---|
উজির আলী,নতুনগতি,চাঁচল:১৮ এপ্রিল
করোনা সংক্রমন রুখতে ৩ রা মে পর্যন্ত দেশজুড়ে লকডাউন ঘোষনা করেছেন ভারত সরকার। লকডাউন সমর্থন করেছেন গোটা দেশবাসী। তবে গ্রাম্য এলাকায় শ্রমিক শ্রেনীর পরিবার গুলিতে খাদ্য সঙ্কট চরমে পৌঁছেছে।
খাদ্য সঙ্কট দূরীকরণে অভিনব মানবিক উদ্যোগ নিয়েছেন মালদা ১২ নং জেলা পরিষদ সদস্য মহঃ সামিউল ইসলাম।
শুধু তাই নায়, জনসাধারণের সুরক্ষার্থে সার্জিক্যাল মাস্ক ও স্যানিটাইজার বিলি করছেন এই জেলাপরিষদ সদস্য, এমনটাই জানা গেছে।

শনিবার মালদহের চাঁচল গ্রাম পঞ্চায়েত এলাকার সাঞ্জীব গ্রামে তিনি ১০০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলেদেন। চাল,আলূ,সয়াবিন তিনি দূস্থ পরিবার গুলির মাঝে ত্রান সামগ্রী বিলি করেন। এছাড়াও প্রত্যেকে হ্যান্ড স্যানিটাইজার ও সার্জিক্যাল মাস্ক ও তুলেদেন।
এদিন জেলা পরিষদ সদস্য সামিউল ইসলাম জানান, এই দূর্ভিক্ষে মানুষের পাশে দাড়ানো আমাদের কর্তব্য। লকডাউন ঘোষনার পরেই আমি এই উদ্যৌগ নিয়েছি। তবে সোশ্যাল মিডিয়া বা গনমাধ্যমে তা প্রকাশ করেনি। আর এই খাদ্য সামগ্রীর প্রদানের ছবি বা খবর না প্রকাশ করায় এলাকার বেশী কিছু লোক ঘরবন্দী আমাকে কটাক্ষ করে। তাই আজ খাদ্য সামগ্রী বিতরণের খবরটি সংবাদ মাধ্যমকে জানিয়েছি। এদিন সামিউল ইসলামের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন গোটা চাঁচল এলাকা।