|
---|
সংবাদদাতা : জমজম ট্যুর এন্ড ট্রাভেলসের উদ্যোগে হজ প্রশিক্ষণ শিবির ও দোয়ার মজলিস কলকাতা গড়িয়াত।
এই প্রশিক্ষণ শিবিরে 300 হাজী সাহেব এবং বিশিষ্ট বিশিষ্ট ওলামা হযরত গন উপস্থিত ছিলেন ইনাদের মধ্যে আলহাজ্ব জনাব হযরত মাওলানা মুফতি হারুন আর রশিদ সাহেব সাই খুল হাদিস মদিনাতুল উলুম মাদ্রাসা উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব হযরত মাওলানা মুফতি ঈসা আহমদ সাহেব জয়নগর কাকা পাড়া মাদ্রাসার মুহতামিম আরো উপস্থিত ছিলেন পিরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা ক্বারী মুফতি আব্দুস সামাদ সাহেব গরিয়া নতুনহাট মসজিদের পেশ ইমাম আলহাজ্ব জনাব হযরত মাওলানা মুফতি সুজা উদ্দিন সাহেব শিরকাল মসজিদের পেশ ইমাম আরো উপস্থিত ছিলেন, জনাব মুফতি আব্দুল আজিজ সাহেব বারুইপুর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ সাহেব চিহারি পাড়ার ইমাম জনাব মাওলানা ফেরদাউস আলম সাহেব মাওলানা ইসমাইল সাহেব কুলতলী দুর্গাপুর হাফেজ জালাল হোসেন সাহেব রানিহাটি মসজিদের পেশ ইমাম হাওড়াএই প্রশিক্ষণ শিবির ও দোয়ার মজলিস সম্পূর্ণ পরিচালনা করেন জমজম টুর এন্ড ট্রাভেলস এর কন্নধর জনাব আলহাজ্ব হাফেজ আনোয়ার হোসেন সাহেব হেড অফিস গড়িয়া বড়াল কলকাতা।