|
---|
মহ.আজহারউদ্দিন : ওলিয়ার সম্রাট পীরানে পীর দাস্তেগীর সৈয়েদেনা মৌলানা হজরত গাওসুল আজম (রঃ) এর বাৎসরিক ইয়াজদাহুম শরীফ সাড়ম্বরে উদযাপিত হল ১৪ ই অক্টোবরে কলকাতা দায়রা শারীফে। সমগ্র অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেছেন হুজুর গওস পাকের সরাসরি ২৩ তম বংশধর মেদিনীপুর খানকাহ শরীফের পীর সাহেব তথা মৌলানা আজাদ কলেজের ফারসি বিভাগের প্রধান হজরত ডঃ সৈয়দ মহম্মদ একবাল শাহ্ আলকাদেরী আল জিলানী (সাজ্জাদানশীন দায়রা শরীফ, কলকাতা ও মেদিনীপুর খানকাহ শরীফ – এ কাদেরীয়া ও চিশতিয়া ও পিয়ারডাঙা খানকাহ শরীফ।
পীরানে পীর দাস্তেগীর গাওসুল আজম বড় পীর সাহেব হজরত সৈয়েদেনা মহিউদ্দিন আবদুল কাদের জিলানী (রঃ) তিরোধান দিবস হিসেবে এই ইয়াজদাহুম শরীফ পালিত করা হয়। এদিনের অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও মুরিদগণ উপস্থিত হন। উপস্থিত ছিলেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন ধার্মিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা। পীর সাহেব পবিত্র কুরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে উরসের সূচনা করেন। এরপর মিলাদ পাঠ করা হয়। তারপর উলামায়েদীন বক্তব্য রাখেন যাতে মৌলানা ওয়াসিম খান আশরাফি, মৌলানা মেরাজ আহমদ কাদেরী প্রমুখ ছিলেন। পীরসাহেব অধ্যাপক ডঃ সৈয়দ মুহাম্মদ একবাল শাহ আলকাদেরী হজরত গওসুল আজমের জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের শেষে বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ব জন্য বিশেষ দোয়া করেন পীর সাহেব।