|
---|
লুতুব আলি, বর্ধমান, ১৩ জুন : পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি আমের সন্ধান মিললো এবার জামালপুরে। সমগ্র পৃথিবীর মধ্যে দামি আমের সন্ধান মিলেছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরে। এই বিরল প্রজাতি আমের প্রচার হওয়ার পর অনেকেই বাগানে বা বাড়ির আম নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন তা জাপানি মিয়াজাকি আম কিনা ? এই মিয়াজাকি আমের প্রতি কেজি মূল্য ভারতীয় টাকায় আড়াই লাখ। পূর্ব বর্ধমান জেলার জামালপুরে এই মিয়াজাকি আমের সন্ধান মেলায় জামালপুরের মানুষ ভীষণ খুশি। জামালপুরের ভূমিপুত্র তথা জামালপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি বর্তমানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিশিষ্ট সমাজসেবী মেহমুদ খানের বাড়িতে এই জাপানি মিয়াজাকি আমের সন্ধান মিলেছে। মেহমুদ খান জানিয়েছেন, বছর তিনেক ধরে এই আম তার বাড়িতে ফলছে। দুবরাজপুরের এই প্রজাতির আমটি যে জাপানি মিয়াজাকি তা চিহ্নিত হওয়ায় মেহমুদ খান ও সচেষ্ট হন তার বাড়ির আম গাছটি র আম জাপানি মিয়াজাকি কিনা। প্রাথমিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে মেহমান খানের বাড়ির আম গাছটি জাপানি মিয়াজাকি। মেহমুদ খানের বাড়ির এই আমটি যারাই খেয়েছেন তা ভারতীয় আমের থেকে স্বাদে গুনে অনেক পার্থক্য অনুভব করেছেন। মেহমুদ খানের আম গাছটি ভারতীয় আমগাছের মতোই হৃষ্টপুষ্ট ভাবে বড় হয়েছে এখান থেকেই প্রমাণিত হয়েছে যে জামালপুরের মাটিতেও এই গাছটি আরও লাগানো যাবে। মেহমুদ খান বলেন, তিনিও ব্যক্তিগতভাবে এই বিরল প্রজাতি জাপানি মিয়াজাকি আরও বেশি করে লাগাবেন ও জামালপুরের মানুষকেও এ ব্যাপারে উদ্বুদ্ধ করবেন।