|
---|
খান আরশাদ, বীরভূম :মঙ্গলবার সকাল প্রায় দশটা নাগাদ বীরভূমের সিউড়ি রবীন্দ্রপল্লীর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শোভাবাজার শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।জানা গেছে সকাল দশটা নাগাদ ব্যাংক খুলতেই ৬ থেকে ৭ জন দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকের মধ্যে হঠাৎই ঢুকে পড়ে। এরপর ব্যাংক কর্মীদের মাথায় পিস্তল ঠেকিয়ে তাদের বাথরুমের মধ্যে আটকে রাখে।
এরপরই দুষ্কৃতীরা ব্যাংকের মধ্যে লুটপাট চালায়। ব্যাংক থেকে বেশ কয়েক লক্ষ টাকা নিয়ে ওই দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ ব্যাংক কর্তৃপক্ষের। ঘটনার পর ব্যাংকে গ্রাহকরা উপস্থিত হলে বিষয়টি জানাজানি হয় এবং গ্রাহকরাই বাথরুম থেকে ওই ব্যাংক কর্মীদের উদ্ধার করে বলে জানা গেছে। এরপর সিউড়ি থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পরাগ ঘোষ। ব্যাংকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করছে সিউড়ি থানার পুলিশ।