|
---|
নূর আহমেদ, মেমারি, ১৯ মার্চ সোমবার রাতে মেমারি থানার পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে মেমারির পালসিট খাড়গ্রাম থেকে ৮০ লিটার চোলাই মদ ও রসুলপুর বাজার থেকে ২০ লিটার চোলাই মদ উদ্ধার করে। এই ঘটনায় পালসিট থেকে ২ জন ও রসুলপুর থেকে ১ জন কে গ্রেপ্তার করে দুটি বাইক বাজেয়াপ্ত করে মেমারি থানার পুলিশ। জানা যায় ধৃতদের নাম মেমারি কালেশ্বর নিবাসী পাপ্পু মান্ডি, পালসিট ভৈটা নিবাসী বিশ্বেশ্বর টুডু ও বিশ্বনাথ হেমব্রম। ধৃতদের সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার বেলায় বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদেন আদালত জামিনে মুক্তি দেয়।