মানবতার ইফতার সামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো।

সংবাদদাতা : রাজ্যজুড়ে শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা মানবতা ৷ তারই অংশ হিসেবে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার হাবরা এক নম্বর ব্লকের অন্তর্গত বেড়গুম ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঝনঝনিয়া গ্রামে মানবতার তরফে অনুষ্ঠিত হলো ইফতার সামগ্রী বিতরণ এবং স্বাস্থ্য শিবির উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল জব্বার জামিয়া রহমানিয়ার শিক্ষক মুফতি আমিরুল ইসলাম, স্থানীয় আল কোরআন একাডেমী শিক্ষক লাইচেল হক মোল্লা প্রমূখ৷ গ্রাম বাংলার স্কুল ছুট বঞ্চিত ছাত্র-ছাত্রীদের উত্তরণের পথ দেখাতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য এলাকাবাসীর উদ্দেশ্যে সচেতনতার পাঠ দেন মানবতার প্রধান জুলফিকার আলী পিয়াদা৷ পাশাপাশি এতিএম অসহায় দুস্ত দরিদ্র ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সহায়তা করারও প্রতিশ্রুতি দেন ৷ উল্লেখ্য এদিন প্রায় একশো মানুষের হাতে রমজান মাসের ইফতার সামগ্রী তুলে দেওয়া হয় ৷ মানবতার উদ্যোগে আয়োজিত স্বাস্থ্য শিবির থেকেও এদিন অর্ধ শতাধিক মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় ৷ অসহায় মানুষ মানবতার তরফে এই পরিষেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন ৷ মানবতার তরফে এদিন চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইব্রাহিম শেখ, আসাদুল আকুন্জি, এসএসকেএম-এর চিকিৎসক ডক্টর জাফরিয়াব পিয়াদা ৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন করেন দৈনিক আপনজন পত্রিকার সাংবাদিক এম মেহেদী সানি।