আবার ও বিজেপি কর্মীদের হাতে তৃণমূল নেতা খুন

সাহিদ খান, নতুন গতি, হুগলি: রাজ্য জুড়ে চলছে তৃতীয় দফার ভোট সেখানেই মঙ্গলবার দুপুরে এক যুবদলের সভাপতির রহস্য মৃত্যু ঘিরে এলাকায় রাজনৈতিক চাপের উত্তেজনা
সৃষ্টি হয়েছে। নিহত সুনীল রায় (৭২) গোঘাটে তৃণমূলের বুথ সভাপতি ছিলেন। তিনি গোঘাটের ফলুই ১নং পঞ্চায়েতের অন্তর্গত দীর্ঘদিনের সভাপতির দায়িত্ব সামলাচ্ছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে।

    তৃণমূলের দাবি, সুনীল ভোট দিয়ে ফেরার সময় বিজেপির কর্মীরা তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর ফলে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান ওই নেতা। তার পরেই তার মৃত্যু ঘটে।

    গোঘাটের হাটপুকুরে তৃণমূল কর্মী বুথ এজেন্ট বিকাশ রায় বলেন, বাবা দীর্ঘদিনের তৃণমূল কর্মী। আগে একাধিকবার তাকে মারধর করা হয়েছে। হুমকি দেয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। মঙ্গলবার ফলুই-এর একটি বুথে এজেন্ট হিসাবে কাজ করছিলেন বিকাশ। তার অভিযোগ, বাবা ভোট দিয়ে ফেরার সময় তাকে ঠেলে ফেলে দেয় বিজেপির কর্মীরা তার পরেই তার মৃত্যু ঘটে।

    গোঘাটের তৃণমূল প্রার্থী মানস মজুমদারের অভিযোগ, সিপিএম ছেড়ে বিজেপিতে গিয়েছেন, তারাই এইসব কাজ করছে।