|
---|
নিজস্ব প্রতিনিধি, অরঙ্গাবাদ : আবারও ভেঙ্গে গেল মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুর স্টেশন রোডের রেলগেট। বৃহস্পতিবার সকাল থেকেই রেলগেট ভেঙে যাওয়ার ফলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হলো সাধারণ মানুষকে। দীর্ঘক্ষণ ধরে আটকে রইল ট্রেন। আর যা নিয়েই কার্যত রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জানা গিয়েছে, এদিন সকালে সামশেরগঞ্জের বাসুদেবপুর হল্ট স্টেশন সংলগ্ন রেলগেট পড়ার সময় টোটো পারাপার পার হতে গিয়েই টোটোর সঙ্গে ধাক্কায় ভেঙে যায় রেলগেটটি। রেলগেট ভেঙে যাওয়ার ফলে ব্যাহত হয় যান চলাচল। আটকে পরে ট্রেন। যদিও বেশ কিছুক্ষণ পর রেল দপ্তরের কর্মী এসে পুনরায় আরও একটি রেলগেট লাগানোর ব্যবস্থা করেন বাসুদেবপুরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক বছরের মধ্যেই তিনবার ভেঙে পড়ল এই রেল গেটটি। একই রেলগেট বারবার কেন ভাঙছে। স্বাভাবিক কারণেই রেলগেটের মান নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।