|
---|
খান আরশাদ,বীরভূম :
সর্বসাধারণের ব্যবহার্য পুকুরের দিকে নিকাশি নালা তৈরির কাজ বন্ধের দাবিতে স্থানীয়রা রাজনগরের বিডিওর দ্বারস্থ হলেন।
রাজনগর ব্লকের অন্তর্গত খোদাইবাগ গ্রাম সংলগ্ন একটি মুরালিবাঁধ নামে একটি পুকুর রয়েছে, যেটি খোদাইবাগ এবং বহিলাপাড়া গ্রামের মানুষ সরবরাহ করে থাকেন। স্থানীয়দের অভিযোগ পুকুরের পাশেই একটি নিকাশি নালা তৈরীর কাজ শুরু হয়েছে।
এই নিকাশি নালাটি তৈরি হলে নোংরা জল পুকুরটিতে পড়বে এবং পুকুরের জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়বে । তাই নিকাশি-নালা তৈরীর কাজটি যাতে বন্ধ হয়, সেজন্য স্থানীয়রা বিডিওর কাছে একটি অভিযোগ লিখিত অভিযোগ করেন ।
রাজনগরের বিডিও শুভাশিস চক্রবর্তী এ বিষয়ে ফোন মারফত জানিয়েছেন, তিনি স্থানীয়দের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।