|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : সবুজায়ন করার লক্ষ্যে বর্ধমানের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ তাদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত রেখেছে। ইতিমধ্যে খন্ডবন রোপন করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ সারা রাজ্যে আলোড়ন সৃষ্টি চলেছে গাছ গ্রুপ। গাছ গ্রুপের পুরোধা তথা জাতীয় শিক্ষক, গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরীর নেতৃত্বে বর্ধমানের উপকণ্ঠে বালিয়াড়ার পলাশ বন সংরক্ষণের জন্য গাছ গ্রুপের পক্ষ থেকে পলাশ গাছ সংরক্ষণের সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। এই শিবিরে সচেতনতা বৃদ্ধির জন্য পোস্টার, লিফলেট সহকারে এলাকায় ও পথচলিত মানুষদের মধ্যে গাছ গ্রুপের দর্শন সবুজানের বার্তা দেওয়া হয়। বালিয়াড়া এলাকায় পীর বাবার মেলা চলছে। পীর বাবার মেলায় হাজার হাজার লোকের জনসমাগম ঘটে। এই মেলায় গাছ গ্রুপের পক্ষ থেকে দর্শনার্থীদের উদ্দেশ্যে গাছ-মাস্টার অরূপ চৌধুরী পলাশ বন সংরক্ষণ ও সবুজায়নের বার্তা দেন। এই অনুষ্ঠানে গাছ গ্রুপের পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সবুজ শ্রমণ সুকল্যাণ বোস, সেখ মিসকিন, প্রিয়ব্রত পাঁজা, মোঃ সেলিম, শান্তব্রত সাঁই। গাছ গ্রুপের পক্ষ থেকে এদিন পলাশ বন সংরক্ষণ ও তার সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা দেওয়ায় এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেন ও এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানান।