নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই রাজনগরে চারটি কমিউনিটি হলের উদ্বোধন

 

     

     

     

    খান আরশাদ, বীরভূম:

    নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই
    বীরভূমের রাজনগরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ চারটি কমিউনিটি হলের শিলান্যাস করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু।

    এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সংখ্যালঘু দপ্তরের তরফে রাজনগরের ইমামবাড়া সংলগ্ন স্থান, ঈদগাছা, শীর্ষা ও কানমোড়া গ্রামে চারটি কমিউনিটি হল তৈরীর কাজ শুরু হলো। প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ ২৪ পরগনার সভা মঞ্চ থেকে গত ১২ ই মার্চ রাজ্যের অন্যান্য বিভিন্ন প্রকল্পের শিলান্যাসের পাশাপাশি রাজনগরের এই চারটি স্থানের কমিউনিটি হলেরও ভার্চুয়ালি শিলান্যাস করেছিলেন। আজ এইসব কমিউনিটি হলগুলির শিল্যান্যাস করে কাজ শুরু করলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত-কর্মাধ্যক্ষ সুকুমার সাধু।

    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী মোঃ শরীফ, শেখ নাজু, শেখ কাবুল, গাফফার খান, সুখেন গরাই, সেখ সেলিম, মাওলানা শামসুল হক, রাহে ইসলামের সেক্রেটারি আবুল ফজল খান, সভাপতি নাজমুল আলম, আদিত্য সাহা, হাজী রেজাক খান সহ অন্যান্যরা।
    পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু জানিয়েছেন এক একটি কমিউনিটি হল প্রায় ৮২ লক্ষ টাকা খরচ করে তৈরি করা হবে।