শিশুদের জন্য মাই ছোটা স্কুল উদ্বোধন হলো মথুরাপুর ট্রেকার স্ট্যান্ডে।

মথুরাপুর : নুরউদ্দিন : মথুরাপুর সংলগ্ন এলাকায় সময়ের সাথে তাল মিলিয়ে চলতে উদ্বোধন হল মাই ছোটা স্কুল,ইন্ডিয়া ছাড়াও ইন্ডিয়ার বাইরে যেমন অস্ট্রেলিয়া, আফ্রিকা, ছাড়া ৩৩০০ প্লাস টোটাল ব্রাঞ্চ আছে। ২ থেকে ৬ বৎসর শিশুদের খেলাধুলার মধ্যে দিয়ে সঠিক শিক্ষা প্রদান করাই একমাত্র উদ্দেশ্যর সাথে নাচ, গান, আবৃত্তি ও অঙ্কন এবং ইংলিশ শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। এই উজ্জ্বলময় উপস্থিতিতে উপস্থিত ছিলেন দিল্লি হেড অফিস থেকে আগত এডুকেশনাল হেড রিতিকা ম্যাম,সাথে প্রতিভা ম্যাম এবং শালিনি ম্যাম, এছাড়া উপস্থিত ছিলেন দেবীপুর অঞ্চলের প্রধান আমির হোসেন লস্কর,

    উপস্থিত ছিলেন শিক্ষা অনুরাগী দেবব্রত মজুমদার, উপস্থিত মানবেন্দ্র গড়াই সহ বিশিষ্ট সঞ্চালক দেবাশীষ পুরকাইত,স্কুলের কর্ণধার মাননীয় সন্দীপ প্রামানিক,এই স্কুলের উদ্বোধনের সাথে সাথে ১২টি শিশু এডমিশন হয়, মথুরাপুর স্টেশন থেকে মাই ছোট স্কুল দু মিনিটের পথ পায়ে হেঁটে মথুরাপুর ট্রেকার স্ট্যান্ডে।