|
---|
নূর আহমেদ, মেমারি, ১৭ মার্চ,শনিবার লোকসভা ভোটের দামামা বেজে গেছে। সাত দফার লোকসভা ভোট শুরু ১৯ এপ্রিল, শেষ হবে ১ জুন । আর ভোটগণনা শুরু ৪ জুন। আগামী ১৩ মে চতুর্থ দফার লোকসভা ভোটের নির্ঘন্ট অনুসারে বর্ধমান পূর্বে হবো লোকসভা ভোট। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসেরপ্রচার প্রস্তুতি শুরু হয়ে গেল পূ্র্ব বর্ধমান জেলার মেমারি থেকে। রবিবার বেলায় মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারির ঝাপানতলায় আয়োজিত হল যুব কর্মী সম্মেলনে। উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ শর্মিলা সরকার, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলার আইএনটিটিইউসির সভাপতি সন্দীপ বসু, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ ঘোষ দোস্তিদার, মেমারি শহর আইএনটিটিইউসির সভাপতি সেখ আসরফ সহ অন্যান্য নেতৃত্বরা।
এদিনের সভা থেকে মন্ত্রী স্বপন দেবনাথ জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জীর নির্দেশে লোকসভা ভোটে সমস্ত শাখা সংগঠনের পদাধিকারী নেতা-নেত্রী ও কর্মীরা একযোগে লড়াই করবেন। মেমারি শহর যুব তৃণমূল কংগ্রেসের কর্মীসভার মঞ্চে মেমারি শহর তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি স্বপন ঘোষালকে ও কর্মী সম্মেলনের প্রাঙ্গণে শহর সভাপতির অনুগামী তৃণমূল কর্মীদের অংশগ্রহণ করতে দেখা যায়নি।