|
---|
চাঁচলে অগ্নিকাণ্ড, ভস্মীভূত দুই ভাইয়ের তিন শয়নকক্ষ
উজির আলী, নতুনগতি ,চাঁচল:
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল গোয়াল ঘর সহ তিনটি শয়ন কক্ষ। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল ১ নং ব্লকের মহানন্দাপুর জিপির কাবিলহাট গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কুরা মন্ডল ও ভবেশ মন্ডল নামে দুই ভাইয়ের বাড়িতে রাতে অগ্নিকান্ড ঘটে। গ্রামবাসী আগুন নেভাতে সক্ষম না হলে চাঁচল অগ্নি নির্বাপক কেন্দ্রে খবর দেওয়া হয়। পাশ্ববর্তী বাড়ীগুলিতে আগুন ছড়ানোর আগেই দমকল কর্মীরা তা নিয়ন্ত্রনে আনে। তবে শেষরক্ষা হয়নি!ভস্মীভূত হয়ে যায় বেড়া বিশিষ্ট টিনের ছাউনি বাড়িটি। গোয়াল ঘরের সাজালো থেকেই আগুনের সূত্রপাত বলে দমকল কর্মীদের অনুমান।
ধান-চাঁল খাদ্য সামগ্রী সহ আসবাব পত্র সহ নগদ ২০ হাজার টাকা ও ভুড়ি দুয়েক স্বর্ন অলংকার আগুনে বিলীন হয়েছে। আহত হয়েছে দুটি গবাদিপশুও বলে খবর। বর্তমানে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্হ পরিবারটি। দুর্গত জানান, বাস্তভিটে ছাড়া চার জমি নেই! পেশায় দিন মজুর। অকালে এই ঘটনার সম্মুখীনে বরাবর বিষণ্ণ।
পাঁচ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবী তাদের।
খবর পেয়ে মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছান এলাকার পঞ্চায়েত সমিতি সদস্য মতিউর আলম খান। তিনি জানান পরিবারটি আবাস যোজনার তালিকাভুক্ত রয়েছে। পঞ্চায়েত প্রশাসনের কাছে দ্রূত তা প্রদানের আবেদন জানাব।