|
---|
নিজস্ব সংবাদদাতা, বীরভূম:
চোলাই মদ ও বাইক সহ ১ জন ধৃত লোকপুর থানায়।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হওয়ার আগে থেকেই ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি। সেইসাথে রয়েছে নাকাচেকিং। ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা সহ অন্যান্য প্রান্ত থেকেও যেন কোন বেআইনি বা অবৈধ কারবার না চলে সে বিষয়ে পুলিশ প্রশাসন সজাগ। যদিও এবিষয়ে পারস্পরিক সহযোগিতার স্বার্থে ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূমের কয়েকটি থানা এবং ঝাড়খণ্ডের কয়েকটি থানার আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় লোকপুর থানায়। সেরূপ কড়া নজরদারি চালাতেই লোকপুর থানার ধাসুনিয়া নাকাচেকিং পোস্টে এক ব্যাক্তিকে আটক করল লোকপূর থানার পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তির নাম স্বপন বাউড়ি। বাড়ি ঝাড়খণ্ডের বাগডহরী থানার মুড়াবেড়িয়া গ্রামে। এদিন মোটরসাইকেল করে প্রায় চল্লিশ লিটার চোলাই মদ নিয়ে যাবার পথে পুলিশের জালে আটকে পড়ে ওই ব্যক্তি। চোলাই মদ ও মোটরসাইকেল বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসা হয়। সেইসাথে ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানা যায়।