|
---|
নিজস্ব সংবাদদাতা, বীরভূম :
বীরভূমের বোলপুরের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনুব্রত মণ্ডলের কালী প্রতিমার গয়না রাখা হয়েছে, সেই ব্যাংকে বুধবার হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।
সুত্র মারফত জানা গিয়েছে বোলপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয় কালী প্রতিমার গায়ে যে ৫৬০ ভরি অলংকার পরানো হতো, সেই অলংকার বোলপুরের নিচু পট্টির ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় জমা আছে। এরই বিস্তারিত হদিশ জানতে পাঁচ সদস্যের ইডির একটি দল ওই ব্যাংকে হাজির হয়।
বীরভূমের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট প্রতিবছরই মহা ধুমধামের সাথে কালীপুজো উদযাপন করতেন। কালী প্রতিমার গায়ে পরানো হত কয়েকশো ভরির অলংকার। অনুব্রত মণ্ডল নিজের হাতে কালী প্রতিমার গায়ে সেইসব অলংকার পরিয়ে দিতেন।
বিপুল পরিমাণ এই সোনার অলংকারের উৎস কি? সে বিষয়ে বিশদ তদন্তের স্বার্থেই ইডির আধিকারিকরা ব্যাংকে হানা দেন।
প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে অনুব্রত মণ্ডল তিহার জেলে বন্দী রয়েছেন। আর এরই মাঝে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ইউনিয়ন ব্যাংকের বোলপুর শাখায় হানা দিল।