ছাত্রের বিরুদ্ধে জাতি বৈষম্যমূলক মন্তব্যের  অভিযোগে গ্রেফতার হলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের এক অধ্যাপক

নিজস্ব সংবাদদাতা : ছাত্রের বিরুদ্ধে জাতি বৈষম্যমূলক মন্তব্যের  অভিযোগে গ্রেফতার হলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের এক অধ্যাপক। শান্তিনিকেতন থানার  পুলিশের বিশেষ দল কলকাতা থেকে গ্রেফতার করে অভিযুক্ত অধ্যাপক সুমিত বসুকে। উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন এক ছাত্রের উদ্দেশ্যে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক জাতি বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ।অভিযোগ, উপাচার্য বিরোধী আন্দোলন চলাকালীন গত বছরের ১৭ সেপ্টেম্বর বিশ্বভারতীর অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌয়ের উদ্দেশ্যে জাতি বৈষম্যমূলক মন্তব্য করেছিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসু। শান্তিনিকেতনের  শ্যামবাটি বাজার এলাকায় প্রকাশ্য রাস্তায় যে ঘটনা ঘটেছিল বলেই অভিযোগ। সঙ্গীত ভবনের মণিপুরী বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে যে মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ছাত্র। অভিযোগকারী ছাত্র সোমনাথ সৌ বলেন, “আমাকে নীচু জাতি বলে নানান কটূক্তি করেছিলেন উনি। একজন অধ্যাপক হয়ে রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের কথা কীভাবে বলতে পারেন? আমি থানায় অভিযোগ করেছিলাম।”

    আদালতের হস্তক্ষেপের পর গ্রেফতার এফআইআরের  বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত অধ্যাপক। সিউড়ি জেলা আদালত অধ্যাপক সুমিত বসুর জামিনের আর্জি খারিজ করে দিয়ে গ্রেফতারের নির্দেশ দেয় ৷ যার পর এই বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অধ্যাপক। হাইকোর্ট তাঁর মামলা গ্রহণ করেনি ৷ শান্তিনিকেতন থানার পুলিশের এক বিশেষ দল কলকাতা থেকে বিশ্বভারতীর অধ্যাপককে গ্রেপ্তার করে৷ অভিযোগকারী ছাত্র যে গ্রেফতারির পর জানিয়েছেন, ‘আইনের প্রতি আমার ভরসা আছে , দোষী উপযুক্ত শাস্তি পাবে। একজন শিক্ষক হয়ে এই ধরনের মন্তব্য কোন ছাত্র আশা করে না।’ গ্রেফতার হওয়া অধ্যাপকের কোনও বক্তব্য পাওয়া যায়নি।