|
---|
খান আরশাদ, বীরভূম:
রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বীরভূমের বোলপুরের বাড়িতে শুক্রবার সাত সকালেই হানা দিল ইডি।
ইতিমধ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম জড়িয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। হুগলির বলাগড়ের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম পেয়েছে ইডি, এমনটাই জানা গিয়েছে সুত্র মারফত।
লোকসভা নির্বাচনের আগেই জেলার দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের নিচু পট্টির বাড়িতে শুক্রবার সকালে ইডির অফিসারেরা হানা দেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মন্ত্রীর বাড়ি ঘিরে ফেলে এবং ইডির আটজন অফিসার মন্ত্রীর বাড়িতে ঢুকে তল্লাশি চালান। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সে সময় বাড়িতে ছিলেন না। তিনি দলের প্রচারে মুরারইয়ে ছিলেন। সেখানে তিনি তার ছেলের কাছ থেকে ফোন মারফত ইডি হানার কথা জানতে পারেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন তিনি জানেন না ইডি কেন তার বাড়িতে হানা দিয়েছে। কোনো নোটিশ না দিয়েই ইডি হানা দিয়েছে তাঁর বাড়ীতে।
তিনি বলেন তার ছেলের এম এ পার্ট ওয়ান পরীক্ষা চলছে। তার কাছ থেকেই তিনি খবর পান এবং ইডির অফিসারের সাথেও তার কথা হয়। এরপরই তিনি তার বোলপুরের নিচু পট্টির বাড়িতে ফিরে আসেন। মন্ত্রীর বাড়িতে হানা নিয়ে স্থানীয়রা এবং তৃণমূল কর্মীরা সেখানে জড়ো হতে শুরু করলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তৎক্ষণাৎ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি হানা নিয়ে রাজ্য-রাজনীতি এখন সরগরম।