|
---|
ডায়মন্ড হারবার: নুরউদ্দিন : বর্তমান যুব সমাজে যাতে বিভিন্ন তামাক জাত দ্রব্যে আসক্ত হয়ে না পড়ে তার জন্য ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার পক্ষ থেকে জেলার বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সচেতনতা শিবির করে চলেছে। নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাস জুড়ে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার বিভিন্ন ব্লকে প্রায় 46 টি স্কুল ও কলেজে সচেতনতা শিবিরের পাশাপাশি কুইজ,অঙ্কন ও তাৎক্ষণিক বক্তৃতা অনুষ্ঠিত হয়। তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে কি কি মারণ রোগ হতে পারে সে সব বিষয় গুলি নিয়ে সচেতন করা হয়। লক্ষ্য করা যায় তামাকের নেশা খুব অল্প বয়সের ছেলে মেয়েরা শুরু করে। তাই স্কুল স্তর থেকেই নেশার শিকড়কে উপড়ে ফেলার বার্তা দেওয়া হল উপস্থিত পড়ুয়াদের। শিবির গুলিতে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার প্রতিনিধি সিন্ধু বেরা, শতভিষা চ্যাটার্জী, ব্লক মেডিক্যাল অফিসার সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য স্বাস্থ্য কর্মী ও স্কুলের শিক্ষক শিক্ষিকারা।