|
---|
আইয়ুব আলি : ২০শে ডিসেমবর,রবিবার, ২০২০ উওর২৪পরগনা জেলায় নৈহাটি তে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের দেবক গ্রামে nice-park-র উদ্বোধন হল ভ্রমন পিপাসুদের জন্য সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের এক পারিবারিক বিনোদন পার্ক দীর্ঘ সময় পর তার উদ্বোধন হল উদ্বোধনী অনুষ্ঠানে বহু মানুষের উপস্থিতি তে এদিন বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন নৈহাটি যুব আই,এন,টি,ইউ,সি নেতা বিষনু অধিকারী, সমাজসেবী সোমনাথ সোম, মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিক্তা অধিকারী, প্রমুখ প্রথমদিনে ই মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো সে জন্য বলা যায়। আগামী দিনে এই বিনোদন পার্ক জনপ্রিয় হয়ে উঠছে বললেন পার্ক টির কর্নধার আনামুল মন্ডল তিনি বললেন এখানে প্রবেশমূল্য৫০টাকা কলকাতা থেক রানাঘাট,হাবডা থেকে নৈহাটি, বারাসাত, হুগলি জেলার মধ্যবর্তী জায়গায় এই বিনোদন পার্ক টির গুরুত্ব পাবে বেশ।