মেমারির মহেশডাঙ্গা উত্তর বাজার উদয় সংঘ লাইব্রেরীর বাৎসরিক অনুষ্ঠান

সেখ সামসুদ্দিন : ২০ ডিসেম্বর, রবিবার, মেমারি থানার মহেশডাঙ্গা উত্তর বাজার উদয় সংঘ লাইব্রেরীর বাৎসরিক অনুষ্ঠান চলছে।  উদয় সংঘের পতাকা উত্তোলন করেন সম্পাদক অতনু মিস্ত্রি। সন্ধ‍্যা থেকে সারা রাত ৩২ দলীয় ব‍্যাডমিন্টন প্রতিযোগিতা হয়। চ‍্যাম্পিয়ন হয় বাঁকুড়া কোতলপুরের পীতম চক্রবর্তী ও সৌরভ এবং রানার্স হয় কৃষ্ণনগরের প্রণয় ও অভিজিৎ।  বেলা সাড়ে ১১টায় এলাকার দশ কিমি রাস্তায় সেফ ড্রাইভ সেভ লাইফ ও কোভিড সচেতনতায় প্রায় শতাধিক বাইকের র‍্যালি করা হয়। র‍্যালির সূচনা করেন প্রবীণ প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস ও সহকারী শিক্ষক যতীন্দ্রনাথ বিশ্বাস। বিকাল ৫টায় এলাকার করোনা যোদ্ধা আশাকর্মী, সিভিক সহ এলাকার সম্মানীয় ব‍্যক্তিদের মধ‍্যে ৫০ জনকে সম্বর্ধনা দেওয়া হয়। যাদের মধ‍্যে আছেন অবসরপ্রাপ্ত প্রবীণ ব‍্যক্তি কমলাক্ষি বিশ্বাস ও নির্মলেন্দু রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমো ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিতা মাঝি, প্রাক্তন দুই প্রধান কৃষাণু ভদ্র ও বিশ্বজিৎ রায় সহ উদয় সংঘের সভাপতি ধ্রুব বিশ্বাস, সম্পাদক অতনু মিস্ত্রি, লাইব্রেরী পরিচালক ও অনুষ্ঠানের আয়োজক জয়ন্ত ঘরামি সহ সদস‍্যবৃন্দ। এরপরে শুরু হয় নৃত‍্য প্রতিযোগিতা।