সিউড়ির বেনীমাধব ইনস্টিটিউশনে খো-খো খেলার কর্মশালা

 

     

     

     

    খান আরশাদ, বীরভূম:

    বীরভূম ডিস্ট্রিক্ট খো-খো অ্যাসোসিয়েশনের পরিচালনায় সিউড়ির বেনীমাধব ইনস্টিটিউশনে একদিনের খো-খো খেলার কর্মশালা আয়োজিত হলো। জেলায় খো-খো খেলার প্রচার ও প্রসার ঘটাবার লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয় গুলিতে এধরনের কর্মশালা আয়োজিত হচ্ছে।


    খো-খো খেলাকে আগামী দিনে আরও এগিয়ে নেয়া যাওয়া ও জনপ্রিয় করার লক্ষ্যে এই শিবিরে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ কলেজ ও বিদ্যালয়গুলির ছাত্র-ছাত্রীরা।
    শিক্ষা হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীণ বিকাশ। পঠন-পাঠনের পাশাপাশি বিদ্যালয়ে সহপাঠক্রমিক বিষয়গুলির মধ্যে শরীর চর্চাও অন্যতম একটি বিষয়। দৈহিক বিকাশ ছাড়া মানসিক বিকাশ সম্ভব নয়। তাই বিদ্যালয়ে গুলিতে ফুটবল, ক্রিকেট, কবাডির পাশাপাশি খো-খো খেলাকেও মান্যতা প্রদান করা হয়েছে।


    এদিনের বিশেষ এই কর্মশালায় প্রশিক্ষণের পাশাপাশি ডেমো প্রদর্শনও করা হয়।
    উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ খো-খো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কল্যান চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক বিজয় কুমার দাস, রাজ্য প্রতিবন্ধী সংস্থার সম্পাদক মোঃ বদরুদ্দোজা, জেলা খো-খো অ্যাসোসিয়েশনের সম্পাদক সুশোভন মন্ডল, চেয়ারম্যান শম্ভুনাথ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় চট্টোপাধ্যায়, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।