|
---|
নূর আহমেদ, মেমারি : ১৫ মার্চ,স্বামী স্ত্রীর অশান্তির জেরে স্ত্রীর নাকের উপর বটি চালিয়ে দিল স্বামী। ঘটনায় উত্তেজনা মেমারির ১০ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকার । ইতিমধ্যেই এই ঘটনার পর স্ত্রী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মেমারি থানায়। মেমারির ১০ নম্বর ওয়ার্ডের তালপাতা এলাকার বাসিন্দা সুলতানা খাতুন। স্বামী শেখ ওবাইদুল । পেশই গাড়িচালক । প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকে । স্ত্রীকে মারধর করতে বলে অভিযোগ স্বামীর বিরুদ্ধে । অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় রাজনৈতিক নেতৃত্বদেরকে বিষয়টির জানান স্ত্রী সুলতানা খাতুন । স্থানীয় নেতৃত্বরা স্টেট ওপর অত্যাচার বন্ধ হওয়া জন্য স্বামীকে একটি প্রতিশ্রুতি পত্রে স্বাক্ষর করেন আর তা তা নিয়েই আবারো স্বামী-স্ত্রীর মধ্যে বুধবার সন্ধ্যায় অশান্তি চরমে পৌঁছায় । তখনই অভিযোগ তো শেখ ওবায়দুল ধারালো বটি চালিয়ে দেয় স্ত্রীর নাকের ওপর । তখনই স্ত্রী চিৎকার শুরু করলে ছুটে আসেন প্রতিবেশীরা তড়িঘড়ি তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে। ঘটনার পর বৃহস্পতিবার মেমারি থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী সুলতানা খাতুন ।