|
---|
রোদ্দুর ইসলাম : মেমারি : ১৬ মার্চ : পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের বকুল ফুল পত্রিকার বসন্ত উৎসব পালিত হয় বর্ধমান উদয় চাঁদ জেলা গ্ৰন্থাগারে।দ্বিপ্রাহরিক এই মহতী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন স্বনামধন্য বিশিষ্ট কবি ও বাচিক শিল্পী আরণ্যক বসু সহ আবু মনিরুদ্দিন চৌধুরী, ডঃ রমজান আলি, কুশল দে, মৃত্যুঞ্জয় সরকার প্রমুখ বর্ধমানের বিশিষ্ট আত্মজন। বকুল ফুল পত্রিকার জন্ম, সম্পাদক মিনতি গোস্বামীর হাত ধরে, মূলতঃ মহিলাদের দ্বারা পরিচালিত মহিলাদের পত্রিকা হিসাবে। পরবর্তীতে বকুল ফুল এখন সম্পাদক মিনতি গোস্বামীর হাত ধরে সবার জন্য —সংস্কৃতি প্রেমী মানুষের জন্য। আগত দোলযাত্রা উপলক্ষ্যে আগাম বাসন্তিকায় রাঙিয়ে নিয়ে বকুল ফুলের বসন্ত উৎসব সূচিত হয়। এরপরে বকুল ফুলের সংগীত শিল্পীদের উদ্বোধনী সঙ্গীতের পরে মঞ্চাসীন ব্যক্তিত্বগণের বক্তব্য এবং সম্পাদক এর স্বাগত সম্ভাষণ প্রদানের পরে বকুল ফুলের পুস্তক কবিতার ছায়াপথ প্রকাশিত হয়। মঞ্চাসীন গুণীজনদের উপস্থিতিতে অরুণ মজুমদার, লক্ষণ দাস ঠাকুরা,অলক কুমার দত্ত, নমিতা রাউত, পার্বতী মিত্র, কল্পনা রায়,কৃষ্ণা গাঙ্গুলী, কৃষ্ণা মজুমদার, তারা সরকার, সৈয়দ হাসনে আরা,সবিতা চ্যাটার্জী, সবিতা গোস্বামী,রীতা সাউ, তন্দ্রা বসু, শ্রাবণী গোস্বামী চক্রবর্তী, সোনালি হাজরা, শর্মিষ্ঠা মোদক, মন্দিরা মুখার্জী, দীপা কুমার, রীতা বসু ধর, দেবলীনা খান্না, মহাশ্বেতা চট্টোপাধ্যায়, অঞ্জনা ব্যানার্জী, সায়ন্তী হাজরা,কাজল সাহা, কেকা মল্লিক,সুবীর রায়, চৈত্র কুমার প্রামানিক, রমাকান্ত পাঁজা, শ্যামাপ্রসাদ চৌধুরী,সৌম্য পাল, অশোক সরকার, বিবেকানন্দ চক্রবর্তী, উত্তম কর্মকার, সুনীল সরকার,সুফি রফিক উল ইসলাম, রথীন পার্থ মন্ডল, তপন জ্যোতি চৌধুরী,উৎপল কর্মকার, দেবযানী মুখার্জী, চন্দনা অধিকারী, রীতা ঘোষ, কাকলি চ্যাটার্জী,জয়শ্রী চক্রবর্তী, সঞ্চারী মুখার্জী,মানসী মিত্র,মিতা মন্ডল, তনুশ্রী আচার্য্য, তনুশ্রী দেবনাথ প্রমুখ প্রায় সত্তর জন উপস্থিত থেকে কবিতা, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন করে বকুল ফুলের বসন্ত উৎসব কে বাসন্তিকায় রাঙিয়ে তোলেন। অনুষ্ঠান টির সঞ্চালনায় ছিলেন সায়ন্তী হাজরা, রীতা ঘোষ প্রমুখ।