রমজান উপলক্ষে বর্ধমানের গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থার ইফতার সামগ্রী বিতরণ।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : রমজান উপলক্ষে বর্ধমানের গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থার ইফতার সামগ্রী বিতরণ। রমজান উপলক্ষে বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বাড়াল, হট কান্ড এবং বনগ্রামে শতাধিক ধর্মপ্রাণ মুসলিমদের হাতে বিনামূল্যে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। মাসব্যাপী রমজান চলায় বর্ধমানের এই শেষ সংস্থাটি দুস্থ ও গরিব শতাধিক ব্যক্তিদের হাতে ১৭ মার্চ ছাতু, ছোলা, চিনি, বেসন, তেল, সুজি, খেজুর, বিস্কুট ও গ্লুকোজ এর প্যাকেট দেওয়া হয়। রমজান মাস হচ্ছে ত্যাগের মাস, দান খরিয়াতের মাস । মুসলমান সম্প্রদায়ের এই দর্শনকে মান্যতা দিতে, বস্তুতপক্ষে উপযোগী ব্যক্তিদের হাতে এই দান তুলে দিতে সংস্থাটি বদ্ধপরিকর। শুধু মুসলমান সম্প্রদায় নয়, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সহ সমস্ত সম্প্রদায়ের বিশেষ বিশেষ দিনে সংস্থাটি এগিয়ে এসে এই ধরনের সমাজসেবা মূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলায় বর্ধমান বাসীরা সন্তোষ প্রকাশ করেন। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানান, প্রত্যেক রমজান মাসেই আমরা দুস্থ, বয়স্ক রোজাদারদের হাতে এমন উপহার তুলে দিয়েই থাকি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সদস্য ওয়াসেফ আলি, ঐন্দ্রিলা সাধুখাঁ, চৈতালি ঘোষ প্রমুখ। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, এই সংস্থাটি নিরন্তর, নিভৃতে সমাজসেবা মূলক কাজ করে সকলের মন জয় করে চলেছে। রমজান মাসের উপহার সামগ্রী পেয়ে গ্রহীতা রা সন্তোষ প্রকাশ করেন।