|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: মঙ্গলবার বিকাল সাড়ে চারটা নাগাদ মালদার পুলিশ সুপারের উদ্যোগে কালিয়াচক থানার অন্তর্গত জালুয়াবাদাল অঞ্চল অফিসের সামনে ব্রাউন সুগার , জাল টাকা এবং পোস্তর আঠার কারবারের বিরুদ্ধে সচেতনতামুলক প্রচারের করা হয়। সেই অনুস্থানে সচেতনতা মুলক বক্তব্য রাখেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি এলাকার মানুষকে সচেতন করেন। এই ব্যাপারে এলাকায় সচেতনতামুলক লিফলেট বিতরন করা হয়। পুলিশ সুপার বলেন, আমরা মালদহ জেলায় ব্রাউন সুগার, জাল নোট ও পোস্ত আঠার কারবার বন্ধ করতে চাই। তাই সচেতন করা হচ্ছে বাসিন্দাদের। কেউ যদি এই সংক্রান্ত কোনও খবর দেন তবে তার নাম ও ঠিকানা গোপন রাখা হবে। একথাও আমরা প্রচার করেছি।