যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা বীরভূমের খয়রাশোল ব্লকে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: গতকাল যুব সংসদ তথা ইউথ পার্লামেন্ট এর কর্মসূচি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে আজ ১৭ সেপ্টেম্বর বীরভূম জেলার খয়রাশোল ব্লকের সভাকক্ষে এলাকার ১৫ টি বিদ্যালয়ের ৬০ জন পড়ুয়াকে নিয়ে যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হয়। সভার শুভ সূচনা করেন খয়রাশোল ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শালিনী মহাপাত্র।ভারতবর্ষের সংবিধান ও সংসদ তথা লোকসভা, বিধানসভা বিষয়ক পরিকাঠামো বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার পদক্ষেপ। যুব সংসদ বিষয়ে তাৎক্ষণিক বক্তিতা ও ক্যুইজ এর আয়োজন করা হয়। বিচারকের ভূমিকায় ছিলেন শিক্ষক নীল মাধব নাগ ও শিক্ষক বৈদ্যনাথ ভট্টাচার্য। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক সৌমেন মুখার্জী ও সৌরভ মন্ডল। খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন বলেন অনুষ্ঠান গুলো ব্লক ভিত্তিক না রেখে স্কুল ভিত্তিক করলে আরো বহু মানুষের কাছে বার্তা ছড়িয়ে পড়বে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ স্থানাধিকারী পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন,পি,ডি,ও গৌতম মিশ্র, যুব সংসদ ব্লক প্রোগ্রাম কো অর্ডিনেটর তাপস ব্যানার্জী, শিক্ষক সোলেমান সহ অন্যান্য শিক্ষকগন। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় যাবার ছাড়পত্র পাওয়ায় স্বভাবতই খুশির আমেজ দেখা যায় নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ের পড়ুয়া স্নেহাশীষ ঘোষ, ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুপ্রিয়া ঘোষ সহ অন্যান্যদের।