|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: বেআইনি গাঁজার চাষ রুখলেন গাজোল থানার পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, গাজোল ব্লকের উত্তর আলাল অঞ্চলের দেবীদহ গ্রামে এক বাসিন্দা ১০ কাঠা জমিতে গাঁজার গাছ লাগিয়ে চাষ করছিলেন। গাজোল থানার পুলিশ প্রশাসন গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত্রি বারোটা নাগাদ ওই বেআইনি গাঁজা চাষের ১০ কাঠা জমির ২০ টি গাঁজা গাছ কেটে নষ্ট করে। জানা গিয়েছে ওই গাঁজা গাছের আনুমানিক মুল্য প্রায় ২ লক্ষ টাকা। গাজোল থানার পুলিশ প্রশাসন জানিয়েছে এই ধরনের বেআইনি ভাবে কোনো ব্যাক্তি যদি গাঁজা চাষ করেন তাহলে গাজোল ব্লকের মধ্যে তাকে ধরতে পারলে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। বেআইনিভাবে নেশাদ্রব্য চাষ এবং বিক্রি সমাজের জন্য ক্ষতিকারক। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।