|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: পুখুরিয়ায় ছাত্র খুনের ঘটনায় উপযুক্ত শাস্তির দাবি জানালেন তৃণমূল নেতা ইয়াসিন। এদিন মৃত ছাত্রের পরিবার সঙ্গে দেখা করেন। সেখানে পরিবার-সহ এলাকাবাসীর সঙ্গে আলোচনাও করেন। তাতে দোষীদে শাস্তির দাবি করেন পরিবারের লোকেরা। উল্লেখ্য, বৃহস্পতিবার অনীক দাস(১৩) বাড়ি থেকে নিখোঁজ হয়। সে পরানপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। রাতে বাড়ির কাছে একটি জঙ্গল থেকে মৃত দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরা। তার গলায় ধারালো অস্ত্রের কোপ ছিল। ঘটনার পর পুলিশ ২ দুষ্কৃতীকে গেপ্তার করেছে। এ ব্যাপারে ইয়াসিন বলেন, একটি ছোট ছেলেকে অপহরণ করার পর তাকে খুন করা হয়েছে। আমি ওই পরিবারটির জন্য সমবেদনা জানাই। পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।