|
---|
শুভদীপ পতি; হলদিয়া: গতকাল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কালবৈশাখী ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছিল অনেক জায়গা। সুতাহাটা থানা এলাকার দ্বারিবেড়্যাতে ভেঙে পড়েছিল পুজো প্যাণ্ডেলের এলইডি লাইট গেট। সাথে এলাকার বিভিন্ন প্রান্তে ভেঙে পড়েছিল বৈদ্যুতিক খুঁটি। এর ফলে মাথায় হাত পরেছিল পুজো কমিটি থেকে স্থানীয় সকল গ্রামবাসীর।
আজ আবহাওয়ার আনুকূল্যে সাজো সাজো রব দেখা মিলেছে এলাকাবাসীদের মধ্যে। যথারীতি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজ এই অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
এই মন্দিরেই আজ প্রণাম সেরে ভোট প্রচারে নামেন তমলুক লোকসভার বর্তমান সাংসদ দিব্যেন্দু অধিকারী। এই কালীপুজো উপলক্ষ্যে আগামী আট দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান। চলবে আগামী ২৫শে মার্চ পর্যন্ত।