|
---|
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: রবিবার রাজনগর থানায় শান্তি কমিটির বিশেষ সভার আয়োজন করা হয়৷ আসন্ন মহরম উপলক্ষ্যে এই সভা৷ উপস্থিত ছিলেন রাজনগর থানার আধিকারিক, শান্তিকমিটির প্রতিনিধি, সদস্য, বিভিন্ন গ্রামের তাজিয়া, নিশান তথা মহরম কমিটির লাইসেন্স হোল্ডার, রাহে ইসলাম কমিটির প্রতিনিধিবর্গ প্রমুখ৷
এদিনের সভায় মূলত আলোচনা হয় যাতে অন্যান্য বারের মতো এবারও এলাকায় ঐতিহ্যমন্ডিত মহরম পর্ব ও সম্প্রীতির মিলন মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়৷ সভায় হাজির ছিলেন রাজনগর থানার ওসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, থানার আধিকারিক সন্তোষ কুমার জানা, দেবাশীষ পন্ডিত, শান্তি কমিটির সভাপতি রাজাসাহেব মহঃ রফিকুল আলম খান, ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ দে, মাধব দত্ত, প্রাণতোষ ওঝা, রাহে ইসলাম সম্পাদক আবুল ফজল খান, সেখ মন্টু, সেখ কাবুল, সেখ নাজু, গাফ্ফার খান, শোভন আচার্য প্রমুখ৷ সকলের প্রত্যাশা, এবারও রাজনগরের ঐতিহাসিক মহরম মেলা আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার শান্তিপূর্ণ ভাবে সকলের সহযোগিতায় সম্পন্ন হবে৷ ওই দিন সকাল ৭ টায় ফিতে কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজনগর রাজ পরিবারের বর্ষীয়াণ প্রতিনিধি রাজা সাহেব মহঃ রফিকুল আলম খান৷ সকাল থেকে দুপুর পর্যন্ত এই মহরম মেলায় জাতি ধর্ম নির্বিশেষে আনুমানিক ২০ থেকে ২৫ হাজার মানুষ ভিড় জমান৷ আকর্ষণীয় তাজিয়া, নিশান, শোভাযাত্রা, খেলা দেখার জন উৎসাহীদের ভিড়ও থাকে চোখে পড়ার মতো৷