|
---|
আজিজুর রহমান : সখ করে চাষ করা পুকুরে বিষাক্ত জল ঢুকে মারা গেল কয়েক কুইন্টাল বড় বড় সাইজের মাছ। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছেন গলসির গলিগ্রামের পুকুরের মালিক পারু চৌধুরী। এমন ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুকুর মালিক ও স্থানীয়দের অভিযোগ পুকুরের একটু দূরেই আছে দুটি কারখানা। সেখানকার বজ্য দূষিত বজ্র জল ধান জমি হয়ে পুকুরে ঢুকেছে। ফলে জল দুষিত হয়ে কয়েক কুইন্টাল মাছ মারা গেছে। জানা গেছে, নালা বেয়ে মিলের বজ্য জল পাশের সেচ ক্যানেলে পরছে। গতকাল বৃষ্টি হওয়ায় ওই বিষাক্ত জল নালা ছাপিয়ে কৃষি জমি হয়ে পুকুরে ঢুকে যায়। এর পরই আজ সকাল থেকে আচমকায় বড় বড় সাইজের মাছ পুকুরে ভেসে উঠতে দেখা যায়।
এদিকে মিলের বজ্য জলের কারনে নালা সহ সেচ ক্যানালের জল পচে দুর্গন্ধ বের হচ্ছে। এমনকি জলের রং কালো হয়ে গেছে। পাশাপাশি পচা জলের কারনে বেশকিছু কৃষি জমির ধানও নষ্ট হচ্ছে বলে অভিযোগ। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ আধিকারিক এসে পুকুর, মিল ও পাশের কারখানা পরিদর্শন করেন। তবে বাকি থাকা মাছ বাঁচাতে দুতিনটি পাম্প চালিয়ে ও বিভিন্ন ওষুধ দিয়ে জলকে পরিশোধনের চেষ্টা করছেন পুকুর মালিক। বিষয়টি নিয়ে মিল ও কারখানা কতৃপক্ষের কাছে গেলে তাদের মালিকরা না থাকায় কোন প্রতিক্রয়া পাওয়া যায়নি।