|
---|
বিশেষ সংবাদদাতা : সংকট কালে রক্তদিতে এগিয়ে এলেন গৃহবধূ। রক্তদান আন্দোলন বিষয়ক ফেসবুক গ্রুপ ব্লাডমেটস্ এর মধ্যস্থতায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত দশম শ্রেণীর ছাত্র বছর পনেরর কিশোর অনীশ মন্ডলকে জরুরি ভিত্তিতে রক্তদিলেন গড়িয়ার বাসিন্দা ইন্ডিয়া কার্বন লিমিটেডের কর্মী এবং স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সঞ্জীব জানার স্ত্রী অনিমা জানা। বুধবার রাতে রক্তের প্রয়োজনে ব্লাডমেটস্ গ্রুপের পক্ষ থেকে যোগাযোগ করা হয় সঞ্জীব জানাবাবুদের সাথে। পরিকল্পনা মতো বৃহস্পতিবার সকালে আলিপুর কমান্ড হাসপাতালে গিয়ে রক্তদান করেন অনিমা জানা।
রক্ত গৃহীতা অনীশের পক্ষ থেকে অনিমা জানাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আর নিজের স্ত্রীর এই কাজে সবচেয়ে বড় উৎসাহ দাতা এবং ৩৩ বার রক্তদান করা অনিমার জানার স্বামী সঞ্জীব জানা স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য এটাই ছিল অনিমা জানার প্রথম রক্তদান। অনিমা জানা জানান, রক্তদিতে পেরে তিনি খুশি এবং এরপর তিনি নির্দিষ্ট সময় অন্তর রক্ত দেওয়ার চেষ্টা করবেন।