|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর: করোনা আবহে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে এগিয়ে এলো ফেসবুক গ্রুপ। ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক প্রদান করলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ “আমারকার ভাষা আমারকার গর্ব”।
বৃহস্পতিবার গ্রুপের পক্ষ থেকে মেদিনীপুর শহর লাগোয়া মেদিনীপুর সদর ব্লকের তলকুই জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম দাসের হাতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য মাস্ক তুলে দেওয়া হয়।মাস্ক তুলে দেন গ্রুপের অন্যতম মডারেটর শিক্ষক সুদীপ কুমার খাঁড়া। এদিন বিদ্যালয়ে মিড ডে মিলের সামগ্রী, স্যানিটাইজার ও এক্টিভিটি টাস্কের কাগজ নিতে আসা ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের হাতে এই মাস্কগুলিও তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম দাস, শিক্ষক কুণাল মিদ্যাসহ অন্যান্যরা। উল্লেখ্য গ্রুপের সদস্য শিক্ষক শমীক পাত্র করোনা আবহে সচেতনতা বৃদ্ধির জন্য ফেসবুক গ্রুপের মাধ্যমে বিতরণের জন্য গ্রুপের পরিচালকদের হাতে বেশকিছু মাস্ক তুলেদিয়েছিলেন।
উল্লেখ্য এর আগে এই ফেসবুক গ্রুপের পক্ষ থেকে গোপীবল্লভপুরের ছোট ঝাউরি সহ অন্যত্র ত্রাণ বিতরণ কর্মসূচী গুলোতে ত্রাণ সামগ্রীর পাশাপাশি মাস্কও বিলি করা হয়েছে।