কথাশৈলীর বার্ষিক সাহিত্য সভা জেলা গ্ৰন্থাগারে

আলিফ ইসলাম,মেমারি : ১৭ মার্চ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের উদয় চাঁদ জেলা গ্ৰন্থাগারে আজ রবিবার ১৭ মার্চ সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ বার্ষিক সাহিত্য সভার আয়োজন করে কথাশৈলী। এই মহতী সাহিত্য সভায় স্বনামধন্য ললিত কোনার, দেবেশ ঠাকুর, মিনতি গোস্বামী, কাশীনাথ গাঙ্গুলী, সুজিত চট্টোপাধ্যায় প্রমুখ গুণী ব্যক্তিত্বের মঞ্চাসীন উপস্থিতিতে কথাশৈলীর সম্পাদক কল্পনা রায় ও সভাপতি তাপস ভূষণ সেনগুপ্তের ঐকান্তিক প্রচেষ্টায় বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরীর অতুলনীয় সঞ্চালনায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। মঞ্চাসীন গুণীজনদের সুচারু বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটিতে এক অনন্য মাত্রা যুক্ত হয়। কথাশৈলী পত্রিকার বার্ষিক সংস্করণের মোড়ক উন্মোচনের পরে স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত, শ্রুতি নাটক প্রভৃতি পরিবেশিত হয় উপস্থিত প্রায় সত্তর জন সাহিত্য ও সংস্কৃতি মনস্ক ব্যক্তিবর্গ দ্বারা। ২০২০সালে কথাশৈলী প্রতিষ্ঠিত হ‌ওয়ার পরে প্রতিবছর বার্ষিক অনুষ্ঠানে দুইজন গুণী কবি কে বিশেষ সন্মাননা প্রদান করা হয়। এই বছর সন্মাননা প্রাপক দুই বিশেষ গুণী হলেন বর্ধমানের সুধীর কুমার হাজরা এবং দুর্গাপুরের এহসান সনম। উপরিউক্ত ব্যক্তিগণ ছাড়াও মৈত্রেয়ী ব্যানার্জী,ডাঃ দিলীপ বিশ্বাস,দীপেন্দ্র নাথ শীল, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়,অশোক বর্মন,ডাঃ সদরুল আলম, কৃষ্ণা গাঙ্গুলী, মাধুরী অধিকারী, তন্দ্রা বসু,অরুণ কোনার, চৈত্র কুমার প্রামানিক, সেখ জাহাঙ্গীর, সেখ হাফিজুর রহমান,প্রদীপ সাহা, সৌম্য পাল, অশোক কুমার সরকার, বরুণ মজুমদার, গোপাল দাস, শুভাশিস মিত্র, তারা সরকার, অদিতি মুখার্জী,সৈয়দ হাসনে আরা, বেনজির নাজ, রীতা সাউ, শর্মিষ্ঠা মোদক, শর্মিলা বর্মন, শুক্লা চক্রবর্তী,রীতা বসু ধর, মন্দিরা মুখার্জী, মন্দিরা ঘোষ, দীপা কুমার,রত্না সরকার,রত্না ভট্টাচার্য চক্রবর্তী,সত্যরঞ্জন বিশ্বাস, দেবনাথ মুখার্জী, সন্দীপন গুপ্ত, সেখ মালেক জান, তরুণ কান্তি ঘোষ, সুকুমার মালিক, কিশোর ব্যানার্জী, ঋত্বিকা কোলে, কাজল সাহা, সুবীর কুমার রায়,ময়ূখ রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সমগ্ৰ অনুষ্ঠান টি সঞ্চালনায় বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরীর সঙ্গে ছিলেন সায়ন্তী হাজরা,গোপা সরকার, মানসী মিত্র, সুফি রফিক উল ইসলাম প্রমুখ।