|
---|
খান আরশাদ,বীরভূম: রাজনগরের গাঙমুড়ি-জয়পুর অঞ্চলের রাজারকেন্দ, বাগানপাড়া, বাগদী পাড়া, সিসালফার্ম প্রভৃতি গ্রামে আবগারি দপ্তর ও রাজনগর থানার পুলিশ যৌথ উদ্যোগে হানা দেয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে অবৈধ মদ ও মদ তৈরির উপকরণ পাওয়া যায়। আবগারি দপ্তর ও রাজনগর থানার পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করে। মদ গুলি সেখানেই নষ্ট করে দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েক দিন ধরেই রাজনগর থানার ওসি প্রসেনজিৎ দত্তের তৎপরতায় রাজনগর থানার অন্তর্গত বেশ কিছু জায়গায় হানা দিয়ে চোলাই মদ উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারও করা হয়েছে।