মালদার বোনদের হয়ে মোদির হাতে রাখি পড়ালেন শ্রীরূপা

মালদা : মালদার সব নারীদের হয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে রাখি বেঁধে দিয়েছেন বলে জানালেন বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরি। বৃহস্পতিবার দুপুরে দিল্লীতে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে তাঁর হাতে নিজেই রাখি পড়িয়ে দেন শ্রীরূপাদেবী। তিনি টেলিফোনে বলেন, এবার ১৫ আগস্ট ও রাখি পূর্ণিমা একই দিনে পড়েছিল। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়। নরেন্দ্র মোদি শুধু আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীই নন তিনি দেশবাসীর আপনজন। এমন একজন ব্যক্তিত্বের দপ্তর থেকে আমন্ত্রণ পেয়ে তিনি যে প্রবল আনন্দিত তাও জানান শ্রীরূপা মিত্র চৌধুরি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর হাতে রাখি পরানোর সময় আমি তাঁকে বলেছি সারা দেশের সঙ্গে মালদার মানুষের কাছেও তিনি কতটা প্রিয়। প্রধানমন্ত্রী হাসিমুখে মালদার নাগরিকদের তাঁর মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন বলে জানান এই বিজেপি নেত্রী। একই সঙ্গে তিনি বলেন, রাখি পড়ানোর সময়ে প্রধানমন্ত্রী মালদার বোনেদের শুভেচ্ছাও জানিয়েছেন। এছাড়াও মালদার মহিলাদের লড়াকু হয়ে কঠোর বাস্তবের সঙ্গে জাতীয়তাবাদকে হাতিয়ার করে লড়াই করতেও প্রধানমন্ত্রী উৎসাহ দিয়েছেন বলে জানান শ্রীরূপা মিত্র চৌধুরি। এর আগেও প্রধানমন্ত্রী রাখি পড়ানোর সুযোগ তিনি পেলেও স্বাধীনতা দিবসে এমন সুযোগ পাওয়া তাঁকে আরও বেশি তৃপ্তি দিয়েছে বলে জানান তিনি।