|
---|
সেখ সামসুদ্দিন, ১৬ মার্চঃ সাপের কামড়ে মৃত ব্যক্তির পরিবারকে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের পক্ষ থেকে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। পূর্ব বর্ধমানের জামালপুরে মহিন্দর, হরিদোল ও শিপতাই গ্রামে সাপের কামড়ে মারা যান মনসা সরেন, চামেলী সরেন ও নিমাই পাত্র। আজ তাদের প্রত্যেক পরিবারের হাতে ১লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন বিডিও পার্থ সারথী দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক,পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ও বি ডি এম ও শুভাশীষ যশ। মেহেমুদ খান বলেন মানুষের জীবনের মূল্য কখনো টাকা নয় ঠিকই কিন্তু এই টাকা ওই পরিবারগুলোর অনেক সমস্যা মেটাবে।