|
---|
সংবাদদাতা : ২২ সেপ্টেম্বর, বিকাল ৪ টা থেকে হুগলি জেলার খানাকুল ১ নম্বর ব্লকে তৃণমূলকংগ্রেসের ২২০ বিধানসভার পক্ষ থেকে যে পথে যাত্রা ও পথসভার ডাক দিয়েছিলেন তা সম্পন্ন হল হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে। আমাদের সাথে অংশগ্রহণ করলেন মহিলারা, উপস্থিতি ছিল নজরকাড়া মত। এই কর্মসূচিতে দেড়শ জন এস সি মহিলা মমতা ব্যানার্জির আদর্শে ও অভিষেক ব্যানার্জির আদর্শে ও উন্নয়নের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসে দলে দলে যোগদান করলেন। এই মিছিলে নেতৃত্ব দেন খানাকুলের যুব নেতা মুন্সী নজিবুল করিম।