আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যসোসিয়েশনের ৫ জন রাজ্য প্রতিনিধি মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে মাদ্রাসা দপ্তরের

সংবাদদাতা : আজ ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আন এডেড মাদ্রাসা টিচার্স অ্যসোসিয়েশনের ৫ জন রাজ্য প্রতিনিধি মুখ্যমন্ত্রীর নির্দেশে নবান্নে মাদ্রাসা দপ্তরের সেক্রেটারি গোলাম আলী আনসারী সাহেবের সঙ্গে সাক্ষাৎ করেন আন এডেড মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দের সাম্মানিক, ছাত্র ছাত্রীদের সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা এবং ৮২ টি মাদ্রাসার নাম বিল্ডিং গ্রান্ট উন্নয়ন প্রকল্পে নথিভুক্তকরনের বিষয়ে। সভাপতি সেখ জাভেদ মিঞাদাদ বলেন সেক্রেটারি সাহেব আমাদের সমস্ত দাবি শুনে উনি আমাদের বলেন আপনাদের সাম্মানিক সংক্রান্ত ফাইল ফাইনান্স দপ্তরে পাঠানো হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি পাশ হয়ে যাবে এবং আরও বলেন যে ৮২ টি মাদ্রাসা বিল্ডিং গ্রান্ট থেকে বঞ্চিত হয়েছে তারাও যাতে অনুদান পাই তার‌ও ব্যবস্থা করা হবে।