কৃতি ছাত্র ছাত্রী সংবর্ধনা ও মোটিভেশন


মোঃআবুসাঈদ, ভাবতা :প্রতি বছরের মতো এ বছরও পবিত্র ঈদের দিন এলাকার কৃতি ছাত্র ছাত্রী দের সংবর্ধনা ও মোটিভেশন অনুষ্ঠানের আয়োজন করল গঙ্গাপুরের নুরুদ্দোজা খাতুন এডুকেশনাল এ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। এদিনের অনুষ্ঠানে মাধ্যমিক ও হাইমাদ্রাসা পরীক্ষার ২৫ জন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ৩৫ জন কৃতি ছাত্র ছাত্রী দের সংবর্ধিত করা হয়। এদের মধ্যে বিশেষ ভাবে উল্লেখ যোগ্য হল এ বছর হাইমাদ্রাসা পরীক্ষার প্রথম স্থানাধিকারী মোঃ সাইনুল হক এবং ICSE বোর্ডের পরীক্ষায় জেলার প্রথম জেনিফার মোর্তাজা ।অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক সহ সমাজের সর্বস্তরের বহু প্রতিষ্ঠিত গুণিজন উপস্থিত ছিলেন। তাঁরা কৃতি ছাত্র ছাত্রী দের জীবনে উচ্চ প্রতিষ্ঠিত হতে গেলে কোন পথে কি ভাবে এগোতে হবে সেই বিষয়ে তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করে ছাত্র ছাত্রী দের উৎসাহিত করেন। অনুষ্ঠানে ছাত্র ছাত্রী দের উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার সহ সভাপতি ও বিশিষ্ট শিক্ষক মোঃ শাফিকুর রহমান।