একটা আলো বাড়ির সামনে জ্বলুক সারারাত

নতুন গতি ডিজিটাল ডেস্ক: মোহাম্মদ জিকরাউল হক,মালদা, একটা আলো বাড়ির সামনে জ্বলুক সারারাত। বা রাতের একটা অংশ। নিজে উপকৃত হই আর হোক অন্য দশজনের উপকার। আমার বাড়ি, আপনার বাড়ি, ওর বাড়ি। পুরো গ্রাম হয়ে উঠুক আলোময়। বিজ্ঞান বলছে, আলোর উজ্জ্বলতা মনের উজ্জ্বলতা বাড়িয়ে তুলে। আমাদের মনগুলোও উজ্জ্বল হয়ে উঠুক। তা না। রাত হলেই এক একটা গ্রাম তলিয়ে যাচ্ছে ঘুটঘুটে অন্ধকারে। বাড়ির ভেতরে আলো জ্বলছে একাধিক। বাইরে নয় একটাও। কেন? মনের সঙ্কীর্ণতা। আমার মাসিক খরচ 5000 টাকা হলে, বাইরের আর একটা বাল্বের জন্য অতিরিক্ত 50 টাকা খরচ আমরা করতে পারি না। পারি না কারণ, 5000 টাকা খরচকে আমরা নিজের জন্যে মনে করি আর একটা বাল্বের জন্য 50 টাকাকে মনে করি অন্যের জন্য খরচ। অন্যের জন্য খরচ করতে বরাবরই আমাদের কুণ্ঠা। আমরা সমাজের কথা ভাবি না। ভাবলে অপরের জন্য শধু 50 নয়, 500 বা 1000 টাকা খরচ করতেও ভালো লাগবে।