পে কমিশনের মেয়াদ বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্বচ্ছ নিয়োগ পদ্ধতি নিয়ে সরব সিপিএম

নতুন গতি নিউজ ডেস্ক,মালদা ২৩ জুনঃ বারবার পে কমিশনের মেয়াদ বৃদ্ধি, শিক্ষক ও শিক্ষা কর্মীদের স্বচ্ছ নিয়োগ পদ্ধতি এবং বিদ্যালয়গুলির কর্মীদের জন্য পুনরায় সাধারণ বদলি চালু করার দাবিতে সরব হলো সিপিএমের শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি। জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) দপ্তরে এই বিষয়ে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে ওই শিক্ষক সংগঠন। জুন মঙ্গলবার বিকাল সাড়ে চারটার সময় এই কর্মসূচি পালিত হবে বলে নিয়েছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অরুণ প্রসাদ। তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা তাদের প্রাপ্য বেতন থেকে বঞ্চিত হয়ে আছেন। রাজ্য সরকারের পে কমিশন তৈরি করেছেন ঠিকই, কিন্তু সেই পে কমিশন এখনো কোন রিপোর্ট দেয়নি। বারবার পে কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে। শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মী নিয়োগ নিয়েও অস্বচ্ছতার অভিযোগ উঠছে। বিদ্যালয়ের কর্মীদের সাধারণ বদলির সুযোগ থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। এগুলি সবই প্রাপ্য অধিকার। কারো দয়ার দান না। তাই জেলা বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যেই এই কর্মসূচি গ্রহণ করেছি।