|
---|
উত্তরবঙ্গ: রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা: অজয় চক্রবর্তীকে আচমকা বদলি করা হল। তাঁকে স্বাস্থ্য অধিকর্তার পদ থেকে সরিয়ে উত্তরকন্যায় অফিসার অন স্পেশাল ডিউটি (স্বাস্থ্য) পদে পাঠানো হয়েছে। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব সামলাবেন ডা: সিদ্ধার্থ নিয়োগী। তিনি বর্তমানে স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর (হাসপাতাল প্রশাসন এবং পরিকল্পনা) পদে রয়েছেন। এই পদটির পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তার পদও তিনি সামলাবেন।
আচমকা কেন ডা: অজয় চক্রবর্তীকে স্বাস্থ্যভবন থেকে ওএসডি করে উত্তরবঙ্গে পাঠানো হল, তা নিয়েই প্রশ্ন উঠছে।তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই,তিনি ঠিকমতই সব কাজ সামলে নিচ্ছিলেন তা হলেও কেন তাকে বদলী করে দেওয়া হল সেটা নিয়েই কথা উঠেছে।এই পরিবর্তনের পিছনে অন্য কোন কারন আছে বলে মনে করছেন অনেকে।আচমকা এই বদলীর খবরে হতবাগ অনেকেই।এ বিষয়ে অজয় চক্রবর্তীকে জিঞ্জাসা করা হলে তিনি কিছু বলতে চান নি।