সিকিমে মুখ্যমন্ত্রীর নির্দেশে দুর্গতদের পাশে শিলিগুড়ির মেয়র

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার নির্দেশে, সিকিমে হরপা বান ও ধসের ফলে তিস্তা বাজার এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে পরিদর্শন করি এবং ঐ এলাকার বিধ্বস্তদের পাশে দাঁড়াতে এবার সিকিম গেলেন মেয়র গৌতম দেবএবং রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।এছারাও সিকিমে পৌছলেন শ্রী উদয়ন গুহ, জি টি এ -র সভাপতি শ্রী অনিত থাপা ও দার্জিলিং তিস্তা বাজারের জেলা শাসক।তারা ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সাথে দেখা করলেন। তাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞেস করে তাদের হাতে তুলে দিলেন খাবার এবং ওষুধ।এদিন মেয়র জানালেন

    রাজ্য সরকার দুর্গতদের পাশে দাঁড়িয়ে থাকতে অঙ্গীকারবদ্ধ । সর্বোপরি বর্তমান পরিস্থিতির ওপর সতর্ক রয়েছে রাজ্য সরকারের। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন কেউ যেন সাহায্য থেকে বাইরে না যান। তারা অনেক দিন থেকেই না খেয়ে আছেন তারা অসুস্থ এবং দুর্বল তাই তাদের পাশে থাকা দরকার আমাদের। আমরা আজকে জল, খাবার এবং ওষুধপত্র তুলে দিলাম। আবার আসব আরো বেশী সাহায্য নিয়ে। মেয়র জানালেন ওরা জল পাচ্ছে না,জল খাওয়া যাচ্ছে না, নোনতা হয়ে আছে জল তাই ওদের পানীয় জল প্রয়োজন ভীষনভাবে। তাই জলের ব্যাবস্থা করা হয়েছে। প্রচণ্ড কাদা এবং জলের বাধা পার হয়ে মেয়র এদিন পৌছান দুর্গতদের পাশে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন তাই আমি আমার সাথে দুজন ডাক্তার এনেছি যারা অসুস্থদের চিকিৎসা করবেন।