শিক্ষক-শিক্ষিকাদের নবীনবরণ তৃণমূল শিক্ষক সংগঠনের

সেখ সামসুদ্দিন, ১৬ মার্চঃ জামালপুর ব্লক প্রাথমিক তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে আজ জামালপুর ব্লক তৃণমূল পার্টি অফিসে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদ্য প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্লকে ২৩জন নতুন শিক্ষক ও শিক্ষিকা যোগদান করেছেন তাদেরই আজ বরণ করে নেওয়া হয়। জামালপুর ব্লকের দুই চক্র থেকে প্রায় ৩০০জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে। এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, চার আহ্বায়ক অর্ঘ্য ঘোষ, শেখ আব্দুর রহমান,সৌমেন ভট্টাচার্য্য ও দিব্যেন্দু সেনশর্মা সহ অন্যান্যরা। আজকের এই সুন্দর একটি দিনের অনুষ্ঠানেই যৌথ মঞ্চ থেকে দুই শিক্ষক তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের যোগদান করলেন। উপস্থিত বিধায়ক ও ব্লক সভাপতি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষকরাই হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাঁদের মত সম্মান অন্য কোনো পেশার কেউ পান না। তাই তাঁরা সবসময়ই শ্রদ্ধার পাত্র। আসন্ন লোকসভা নির্বাচনে শিক্ষক সংগঠনকে পাশে পেতে চান তাঁরা। এছাড়াও ব্লকের সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতিতে যোগ দেওয়ার অনুরোধ করেন।শেখ আব্দুর রহমান বলেন তাঁরা দলের শাখা সংগঠন হিসাবে দলের জন্য কাজ করে যাবেন।