|
---|
সৌগত মন্ডল ,নতুন গতি,রামপুরহাট:- হাঁসন বিধানসভার,রামপুরহাট ২নং ব্লকের, বিষ্ণুপুর অঞ্চলে বেশকিছু অভিযোগ ও দাবি-দাবা নিয়ে গণডেপুটেশন জমা দেন বিষ্ণুপুর গ্রামপঞ্চায়েতের উপ-প্রধানকে ।
তাদাবি গুলি হলো- (১) দুর্নীতি মুক্ত ভাবে ১০০ দিনের প্রকল্পের কাজ করতে হবে। (২) এই কোরোনা মহামারীর সময়ে কোন মানুষ যেন অভুক্ত না থাকে । (৩) এলাকায় প্রানীয় জলের টিউবওয়েলের সংখ্যা বাড়াতে হবে, এই সকল কারণ – সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মন্ডল প্রেসিডেন্ট দেবাশীষ চ্যাটার্জ্জী, জেনারেল সেক্রেটারি জয়দেব চক্রবর্তী, শক্তি কেন্দ্রের প্রমুখ প্রান্তিক দাস সহ বিষ্ণুপুর অঞ্চল বিজেপি কর্মী বৃন্দদের সঙ্গে নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন জানান ।
ব্লক সভাপতি দেবাশিস চ্যাটার্জি জানান, “প্রধান ও উপ-প্রধান জানান পুরো বিষয়টি নিয়ে আলোচনা করবো” বলে আশ্বাস দেন আমাদেরকে ।